, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


কুমিল্লায় খাদ্য না পেয়ে ত্রাণবাহী গাড়ির উপর হামলা 

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৪ ০৭:৪১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৪ ০৭:৪২:৩৩ অপরাহ্ন
কুমিল্লায় খাদ্য না পেয়ে ত্রাণবাহী গাড়ির উপর হামলা 
এবার কুমিল্লায় খাদ্য না পেয়ে ত্রাণবাহী গাড়ির উপর হামলা, ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ আগস্ট) দুপুরে জেলার বুড়িচং উপজেলার ইছাপুরা মসজিদের সামনে এই ঘটনা ঘটে। 
 
জানা যায়, ব্যক্তিগত বা বিভিন্ন সংগঠনের ব্যানারে গত দুইদিন ধরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক গাড়ি জেলার বুড়িচং উপজেলার দিকে যায় এবং সেখান থেকে নৌকায় করে বিভিন্ন স্থানে ত্রাণ সরবরাহ করা হয়।

দুপুর সোয়া ১টার দিকে সানরাইজ নামে একটি সংগঠনের ব্যানারে ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার সময় ইছাপুরা মসজিদের সামনে ক্ষুধার্ত সাধারণ মানুষ তাদেরকে ত্রাণ সরবরাহের জন্য বললে গাড়ি থেকে জানানো হয় সামনে দেয়া হবে।

এ সময় সাধারণ মানুষের সঙ্গে ত্রাণ সরবরাহকারীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

স্থানীয়রা জানান, ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আমরা সকাল থেকে অপেক্ষায় থাকলেও আমাদেরকে কেউ ত্রাণ দেয়নি।   
মারা গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

মারা গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী