, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ভারতে পালাতে গিয়ে ৭০ লাখ টাকা হারালেন আলোচিত সাবেক বিচারপতি মানিক

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৪ ০৩:১৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৪ ০৩:১৩:১৬ অপরাহ্ন
ভারতে পালাতে গিয়ে ৭০ লাখ টাকা হারালেন আলোচিত সাবেক বিচারপতি মানিক
এবার ভারতের পালাতে গিয়ে আটক হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আলোচিত ও সমালোচিত অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। এসময় তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেয় স্থানীয় জনতা। পালিয়ে যাওয়ার সময় নগদ ৬০ থেকে ৭০ লাখ টাকা হারিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

গতকাল শুক্রবার রাতে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে তাকে আটক করেছে বিজিবি। সীমান্ত দিয়ে ব্রিটিশ পাসপোর্টসহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী সঙ্গে নিয়ে যান সাবেক বিচারপতি মানিক। কিন্তু পথিমধ্যে সব কিছুই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভারতে পালানোর সময় এই বিচারপতির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে ভিডিওটি ভাইরালও হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, কী কী নিয়ে পালাচ্ছিলেন- এমন প্রশ্নের জবাবে বিচারপতি মানিক বলেন, ‘আমার সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, নগদ কিছু টাকা, ডেবিট ও ক্রেডিট কার্ড।’

একজন জানতে চান, ‘আজকে আটকের সময় আপনার সঙ্গে কী ছিল?’ জবাবে এই সাবেক বিচারপতি জানান, ‘তেমন কিছু ছিল না। চল্লিশ হাজারের মতো টাকা ছিল। গতকাল ৬০ থেকে ৭০ লাখের মতো টাকা ছিল। ওটা নিয়ে গেছে।’

কারা টাকা নিয়ে গেছে জানতে চাইলে বিচারপতি মানিক বলেন, যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার চুক্তি করেছিলেন, তারাই সব কেড়ে নিয়ে লাপাত্তা হয়েছে। নৌকাওয়ালা নিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেগুলো ওই দুই ছোকরাই নিয়েছে। আমার সঙ্গে কিচ্ছু নাই, ফোন-ফোন নম্বর সব নিয়ে গেছে।’

এদিকে আলোচিত সাবেক এই বিচারপতি আরও বলেন, ‘আমি ১৫ হাজার টাকা চুক্তিতে আসছিলাম, ওই টাকা আমি তাদের দিয়েছি। কিন্তু পরে ওই দুই ছেলে আমাকে মারধর করে সব নিয়ে গেছে।’

সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি মানিকের নামে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।
পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি: নাহিদ  

পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি: নাহিদ