, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ , ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারী বৃষ্টিতে সৌদি আরবে ডুবে গেছে রাস্তাঘাট, রেড অ্যালার্ট জারি

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৪ ০২:৩৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৪ ০২:৩৪:৫৪ অপরাহ্ন
ভারী বৃষ্টিতে সৌদি আরবে ডুবে গেছে রাস্তাঘাট, রেড অ্যালার্ট জারি
এবার সৌদি আরবে ভারী বৃষ্টিতে অনেক রাস্তাঘাট ডুবে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। রাস্তার অনেক স্থানে গাড়ি ডুবে রয়েছে। এর মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কাতে আরও ভারী বৃষ্টপাতের সকর্তকতা জারি করেছে। খবর গালফ নিউজ  

এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশি কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ এবং মেসান অঞ্চল। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর থেকে জারিকৃত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেয়া হয়েছে। বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।  
 
এদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকেল থেকে জিঝান, আসির, আল বাহা, মক্কা এবং মদিনাতে মেঘের উপস্থিতি বাড়তে দেখা গেছে। এছাড়া জিঝান এবং আসিরে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটে। অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।  
সর্বশেষ সংবাদ
শহীদদের নামে দেশের ২২০ উপজেলায় স্টেডিয়াম হবে: ক্রীড়া উপদেষ্টা

শহীদদের নামে দেশের ২২০ উপজেলায় স্টেডিয়াম হবে: ক্রীড়া উপদেষ্টা