, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বন্যা নিয়ে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বাসিন্দাদের দুঃসংবাদ 

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৪ ১০:৩৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৪ ১০:৩৮:৩০ পূর্বাহ্ন
বন্যা নিয়ে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বাসিন্দাদের দুঃসংবাদ 
এবার ভারতীয় আবহাওয়া অধিদপ্তর পরিচালিত আগরতলা রাডার থেকে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০ টা ৩২ মিনিটে দেয়া প্রাপ্তচিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মৌসুমি লঘুচাপের কেন্দ্র দক্ষিণ-পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে সরে এসে বর্তমানে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সংযোগস্থলের জেলাগুলোর ওপরে অবস্থান করছে। এর প্রভাবে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এমন সব তথ্য দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। 
 
তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়েছে, লঘুচাপের কেন্দ্র বরিশাল বিভাগের দিকে সরে আসার কারণে কমপক্ষে আগামী তিন থেকে ছয় ঘণ্টা কুমিল্লা দক্ষিণ, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম উত্তর জেলায় ভারি বৃষ্টি কমপক্ষে ৩ থেকে ৬ ঘণ্টা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 
 
এতে করে ফেনীর মতো নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতির প্রবল আশঙ্কা করা হচ্ছে। বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ সারা দিন। এই অবস্থায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের নোয়াখালী জেলায় অগ্রিম ভাবে মোতায়েন করার অনুরোধ জানান এই আবহাওয়াবিদ।

এদিকে রাডার থাকে প্রাপ্ত ছবির বর্ণনায় বলা হয়েছে ছবিতে নীল রং নির্দেশ করছে হালকা পরিমাণে বৃষ্টি, সাদা রং নির্দেশ করছে মাঝারি বৃষ্টি। হলুদ রং নির্দেশ করছে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টি।
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা ও জয়শঙ্করের বৈঠক, উঠতে পারে যেসব বিষয়

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা ও জয়শঙ্করের বৈঠক, উঠতে পারে যেসব বিষয়