, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বিপদ আমাদের কেবল একতাবদ্ধই করবে: ফারুকী 

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০৩:২৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০৩:২৪:৩৭ অপরাহ্ন
বিপদ আমাদের কেবল একতাবদ্ধই করবে: ফারুকী 
এখন দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। চলমান বিভিন্ন বিষয় নিয়েই কথা বলেন এই নির্মাতা। এবার দেশে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সবাইকে এক সঙ্গে মোকাবেলার কথা বলেছেন এই নির্মাতা। মোস্তফা সরয়ার ফারুকী আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ফেসবুক পোস্টে বন্যা পরিস্থিতি প্রসঙ্গ তুলে ধরেছেন।

তিনি বলেছেন, মনে করেন আমরা যুদ্ধে আছি। তাহলে কি করতাম? সবাই মিলে ঝাঁপাই পড়তাম। তাহলে চলেন এখনও তাই করি। নৌ-সেনা-বিমান বাহিনীর ভাই-বোনেরা, লেটস স্টেপ আপ। রেসকিউ বোট-কার্গো বিমান যা কিছু আছে তা নিয়ে দ্রুত উদ্ধারের গতি বাড়াই চলেন।
 
এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা প্রসঙ্গে ফারুকী বলেন, কথা বলে যা জানলাম, মানুষের এই মুহূর্তে প্রয়োজন রেসকিউ বোট। লাখো মানুষ উদ্ধার করা একটা হারকুলিয়ান টাস্ক। বাট লেটস ডু ইট। দুর্গত এলাকার কাছে-দুরে যেখানে যত স্পিডবোট- ইঞ্জিন নৌকা আছে, সেগুলা নিয়া ঝাঁপাইয়া পড়ি চলেন। কিন্তু লাইফ জ্যাকেট না নিয়ে কেউ যাবেন না দয়া করে। বিপদ আমাদের কেবল একতাবদ্ধই করবে। নো ওয়ান ক্যান ব্রেক আস। 

 প্রসঙ্গত, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ এলাকা। ইতোমধ্যে বানের পানিতে ডুবেছে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। সেই সঙ্গে বিপদসীমার ওপরে রয়েছে ৭ নদীর পানি। ভয়াবহ বন্যায় অসহায় পড়েছে দেশের বিস্তীর্ণ জনপদের কয়েক লাখ মানুষ।

দেশের এই অবস্থায় বন্যায় আক্রান্তদের বিভিন্ন মর্মান্তিক চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠছে। যেসবে শুধুই হাহাকার, অসহায়ত্বের দেখা মিলছে। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। দেশের অনেক তারকারাই এই পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। 
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা