, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বন্যা পরিস্থিতির অবনতি: চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০৩:১০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০৩:১০:৩৩ অপরাহ্ন
বন্যা পরিস্থিতির অবনতি: চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ
এবার ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের পর থেকে চট্টগ্রাম স্টেশন থেকে সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

আজ সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল। কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে যেতে পারেননি। ইতোমধ্যে পাহাড়িকা এক্সপ্রেসকে ফেরত আনা হয়েছে।

এদিকে একাধিক সূত্রে জানা গেছে, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। অনেক জায়গায় রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। আর বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন উপড়ে গেছে। আর বন্যার পানি জমে রয়েছে ফেনী স্টেশনে।

প্রতিদিন চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে ১১টি আন্তনগর ট্রেন চলাচল করে। এছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত। দেশের ৮ জেলায় লাখ লাখ মানুষ ভয়াবহ বন্যার কবলে। বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে ৬টি নদ-নদীর পানি। 
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা