, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বিসিবির সভাপতির দায়িত্ব পেয়ে যা বললেন ফারুক

  • আপলোড সময় : ২১-০৮-২০২৪ ০২:৪২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৪ ০২:৪২:০০ অপরাহ্ন
বিসিবির সভাপতির দায়িত্ব পেয়ে যা বললেন ফারুক
এবার নাজমুল হাসান পাপনের পদত্যাগের মধ্যদিয়ে এক যুগ পর ফাঁকা হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চেয়ারটি। তবে সেটি বেশিক্ষণ ফাঁকা থাকেনি, পদত্যাগের কিছুক্ষণ পরই নতুন সভাপতি হিসেবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের নাম ঘোষণা করা হয়।
 
আজ বুধবার (২১ আগস্ট) জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিসিবির অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নেন। এদিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৮ বোর্ড পরিচালকের উপস্থিতিতে বোর্ড সভা অনুষ্ঠিত হয়। পুরোনো ৮ পরিচালকের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচিত দুই প্রতিনিধি ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম যোগ দিলে পূর্ণ হয় কোরাম।

এদিকে সভার শুরুতেই বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর নতুন সভাপতি নির্বাচন জরুরি হয়ে পড়ে। এ সময় উপস্থিত ১০ পরিচালকের ভোটে ফারুক আহমেদ দেশের ১৫তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নেন। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন, লক্ষ্য অনেক বড়। বাংলাদেশের প্রথম এবং প্রধানতম লক্ষ্য ও উদ্দেশ্য দেশের সম্মান বৃদ্ধি করা, দেশের মুখ উজ্জ্বল করা। দলকে ভালো জায়গায় দেখতে চাই। কীভাবে ভালো জায়গায় দেখব? এটা অনেক বড় ব্যাপার।
 
এদিকে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট এই দুটি বিষয় মাথায় রাখলে ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি, আপনারা জানেন, দেশের ক্রিকেট নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেক দিন ধরে অনেক কাজ হয়েছে আবার হয়নি। আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নেয়া। বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট এটা মাথায় রাখলে কাজ অনেক সহজ হবে।
ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস