, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম মনি

  • আপলোড সময় : ২১-০৮-২০২৪ ০২:২৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৪ ০২:২৫:০৭ অপরাহ্ন
বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম মনি
এবার বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবে বলে দল আশা রাখে।

এদিকে এই খবরে সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুরুল ইসলাম মনি বলেন, আমি অত্যন্ত আনন্দিত। দলের চেয়ারপারসন এবং দলের ঊর্ধ্বতন নেতারা আমাকে মূল্যায়ন করেছেন। আমি চেষ্টা করব আমার ওপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার।
মারা গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

মারা গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী