এবার বাংলাদেশে হচ্ছে না, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরিবর্তিত ভেন্যু, সংযুক্ত আরব আমিরাত। চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইসিসি। তবে, পরবর্তিতে আইসিসি ইভেন্টের আয়োজক স্বত্ত পাবে বিসিবি। এ কথা জানিয়েছেন, আইসিসিরর প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। অবশেষে গুঞ্জন সত্যি হলো। চলতি বছর নারী টি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে না বাংলাদেশে। তিন অক্টোবর থেকে সিলেটে সে মেগা ইভেন্টের পর্দা ওঠার কথা ছিলো।
এদিকে গণঅভুত্থানে বিসিবির টালমাটাল অবস্থা আর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইসিসির সভা শেষে এই সিদ্ধান্ত এসেছে। মূলত ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড সরকার নাগরিকদের বাংলাদেশ ভ্রমনে সতর্কতা জারি করায় চাপ ছিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। স্বীকারও করে নিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস।
আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, এটা লজ্জার। কেননা আমরা জানি মনে রাখার মত একটা বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় ছিল বাংলাদেশ। তাদের চেষ্টার কমতি ছিল না। তবে অন্য দেশগুলোর ক্রিকেটবোর্ড সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারী সিদ্ধান্তের উপর নির্ভরশীল ছিলো।
এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশ। এমনকি জাতিসংঘের দ্বারস্তও হয়েছিল। কিন্তু তাতে বরফ গলেনি। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার মত দেশ আয়োজনে আগ্রহী হলেও শেষ পর্যন্ত আরব আমিরাতে হচ্ছে এই আসর।
তবে ভবিষ্যতের জন্য বাংলাদেশের সুযোগ রেখেছে আইসিসি। জিওফ অ্যালারডাইস আরও বলেন, বাংলাদেশের আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার সুযোগ থাকছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিশ্চয়ই অদূর ভবিষ্যতে কোন টুর্নামেন্ট আয়োজিত হবে সেখানে। এর আগে সোমবার নারী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনীহার কথা জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি। এ ব্যাডারে এখনো পর্যন্ত কোন বিবৃতি দেয়নি বিসিবি।