, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দেশে ৫০ বছরে সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৩ ০৩:৩৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৩ ০৩:৩৬:১৩ অপরাহ্ন
দেশে ৫০ বছরে সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড
চলতি জুনের শুরুতে এসে দেশের গড় তাপমাত্রা যেমন থাকার কথা ছিল তেমন থাকছে থাকেনি এবার। ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, গত ৫০ বছরে বাংলাদেশের গড় তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে। প্রতি বছর এই সময়ে গড় তাপমাত্রা থাকে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু এখন তা রয়েছে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজধানীসহ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপদাহ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি লঘুচাপ রয়েছে। এই কারণেই স্বাভাবিক বৃষ্টি হচ্ছে না। তবে আট জুন থেকে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে ১০ জুন থেকে। আট তারিখের পর থেকে ঢাকার আকাশ মেঘলা হয়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তাদের ধারণা। এদিকে তীব্র গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। গরম উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে তাদের।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস