, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আগামীকাল বিসিবির জরুরি বোর্ড সভা, আসছে বড় দুই সিদ্ধান্ত

  • আপলোড সময় : ২০-০৮-২০২৪ ০১:২১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৪ ০১:২১:১৫ অপরাহ্ন
আগামীকাল বিসিবির জরুরি বোর্ড সভা, আসছে বড় দুই সিদ্ধান্ত
এবার শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে গোটা দেশের মতোই অস্থির সময় পার করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ অধিকাংশ পরিচালকই তখন থেকে রয়েছেন আত্মগোপনে। মিরপুরস্থ বিসিবি কার্যালয়ে বিভিন্ন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিবর্গে মুখরিত ছিল। 

এদিকে ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ইতোমধ্যে বিসিবি কার্যালয় ও হোম অব ক্রিকেট পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিবর্তন আসছে বোর্ড পরিচালনায়ও। 

আগামীকাল বুধবার (২১ আগস্ট) জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। এ বিষয়টি নিশ্চিত করে বিসিবির এক পরিচালক বলেন, ‌‘জরুরি বোর্ড সভা ডেকেছে কাল (বুধবার) সকাল ১১টায়। সব পরিচালকদেরই উপস্থিত হওয়ার কথা। মেইলও পেয়েছি ইতমধ্যে।’

জানা গেছে এই বসায় ভিডিও কলে অংশ নেবেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। সভায় নিজের পদত্যগের ঘোষণা দিবেন। একই দিন নতুন বোর্ড প্রেসিডেন্টের ঘোষণাও আসতে পারে। বিসিবি সভাপতি হওয়া দৌড়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস