, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ রাতে আকাশে বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে কোটি মানুষ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৪ ০৭:৫৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৪ ০৭:৫৩:৫৩ অপরাহ্ন
আজ রাতে আকাশে বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে কোটি মানুষ
এবার জ্যোতির্বিজ্ঞানীসহ মহাকাশীয় সৌন্দর্য দেখতে যারা মরিয়া আজ সোমবার (১৯ আগস্ট) মধ্যরাতে তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ভারত এবং পাকিস্তানের কোটি কোটি মানুষ বছরের প্রথম সুপার ব্লু মুনের অনাবিল সৌন্দর্য খালি চোখে দেখতে পাবেন। রোববার (১৮ আগস্ট) পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশনের (সুপারকো) বরাতে এ খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজটিভি। 

গত বছর ১ আগস্ট রাতের স্টার্জন মুন এবং ৩০ আগস্ট রাতের সুপার ব্লু মুনের প্রায় এক বছর পর এ বছরের প্রথম সুপার ব্লু মুন বিশ্ববাসীকে বিমোহিত করতে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি যখন চাঁদ অবস্থান করে তখনই 'সুপারমুন' দৃশ্যমান হয়।

এসময় পৃথিবী ও তার একমাত্র উপগ্রহ চাঁদের গড় দূরত্বের চেয়ে ৯০ শতাংশ বেশি কাছাকাছি অবস্থান করে। ১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে সুপারমুন শব্দটি নামকরণ করেন। এই সময় চাঁদকে পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বল দেখায়।

এদিকে দেশটির শীর্ষ মহাকাশ সংস্থা জানিয়েছে,  আজ সোমবার রাত ১১টা ২৬ মিনিটে পাকিস্তানের আকাশে এই বছরের প্রথম সুপারমুন দেখা যাবে।পরবর্তী তিনটি সুপারমুন হবে ১৮ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর এবং ১৫ নভেম্বর।

কক্ষপথে আবর্তিত হওয়ার সময় যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে অর্থাৎ ৩ লাখ ৬৩ হাজার ৩০০ কিলোমিটারের মধ্যে তখন এটি ৩০ শতাংশের বেশি উজ্জ্বল এবং ১৪ শতাংশ বড় দেখায়। এই অবস্থাকে সুপারমুন বলা হয়।

চন্দ্রমাসের হিসেবে সাধারণত প্রতি মাসে একটি পূর্ণিমা হয়ে থাকে। তবে কখনও কখনও একমাসে দুইবার পূর্ণিমা হয়ে থাকে। যখন এই ঘটনাটি ঘটে তখন দ্বিতীয় চাঁদটিকে ব্লু মুন বলা হয়। তবে নীল রঙের সঙ্গে এই নামের কোনো সম্পর্ক নেই।

এদিকে ব্লু মুন নামটি বিভ্রান্তিকর কারণ স্টারগ্যাজারদের প্রশ্ন কেন এটিকে ব্লু মুন বলা হচ্ছে যদি এটি এই বছরের আগস্টের রাতের আকাশে প্রথম এবং একমাত্র পূর্ণিমা হয়। জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন যে 'নীল চাঁদ' শব্দটি আসলে একটি ঘটনাকে বর্ণনা করে যখন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিক পূর্ণিমা থাকে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান