, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাশিয়ায় ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৪ ০১:২৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৪ ০১:২৪:৫৭ অপরাহ্ন
রাশিয়ায় ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
এবার ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়ার পূর্বাঞ্চল। এর প্রভাবে, কামচাটকা উপদ্বীপের একটি আগ্নেয়গিরিতে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। রোববার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাদ্ধম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় ভোরে, অনুভূত হয় ভূমিকম্প। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে ছিলো উৎপত্তিস্থল। এখনও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।

এদিকে ভূমিকম্পের পর কামচাটকার শিভেলুচ আগ্নেয়গিরি থেকে শুরু হয় লাভা উদগীরণ। রাশিয়ার বার্তাসংস্থা তাস জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত উপরে উঠেছে আগ্নেয়গিরির ছাই।

অগ্ন্যুৎপাতের পর কাছাকাছি শহরগুলোয় ৮ ইঞ্চি পর্যন্ত পুরু ছাইয়ের স্তর দেখা গেছে। শক্তিশালী আফটারশকের শঙ্কা জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা। শুরুতে, সুনামি সতর্কতা জারি হলেও, পরে তা উঠিয়ে নেয়া হয়।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান