, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমদানি শুরু হতেই ১০০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬৫ টাকায়

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৩ ০১:৩৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৩ ০১:৩৬:৪৪ অপরাহ্ন
আমদানি শুরু হতেই ১০০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬৫ টাকায়
অবশেষে প্রায় তিন মাস পর আবারও বিভিন্ন শুল্ক ষ্টেশন দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমে গেছে ৩৫ থেকে ৪০ টাকা। এখন ১০০ টাকা থেকে নেমে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা। ভারতীয় পেঁয়াজ বেশি পরিমাণে আমদানি হলে দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানান ব্যবসায়ীরা।

ক্রেতা আরিনা খাতুন ও মনির হোসেন বলেন, নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, এ সময়ে পেঁয়াজের দাম কমায় খুশি তারা। গতকাল সোমবার ৫ জুন সকালে আমদানির অনুমতি দেওয়ার পর দুপুর থেকেই বিভিন্ন বন্দর দিয়ে ভারত থেকে আসতে থাকে পেঁয়াজ। পেঁয়াজ আমাদানি শুরু হয় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। ৫৭টি ট্রাকে পেঁয়াজ আসে ১১শ টন।

গতকাল সোমবার সন্ধ্যায় হিলি স্থলবন্দর দিয়ে তিনটি ট্রাকে আসে আরও ৬৩ টন পেঁয়াজ। পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম জানান, ২০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন তারা। বিকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আসে ৭ ট্রাক পেঁয়াজ। বেনাপোল স্থলবন্দর দিয়ে তিন ট্রাকে আমদানি হয় ৭৫ টন পেঁয়াজ। আমদানিকারক জুয়েল বলছেন, প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে

গত ১৫ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে অস্বাভাবিক দাম বাড়ায় পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়।

স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, অন্যান্য বন্দর যেমন হিলি, সোনা মসজিদ ও ভোমরা বন্দর দিয়ে যে পরিমাণ পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়। তার চার ভাগের এক ভাগ পেঁয়াজ আমদানি হয় বেনাপোল দিয়ে। সংশ্লিস্ট সূত্র থেকে জানা গেছে, ঢাকার আমদানিকারক জারিফ ইন্টারন্যাশনাল বন্ধের পর এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ৭৫ মেট্রিক টনপেঁয়াজ আমদানি হলো।
 
বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, গত ১৫ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। যার কারণে এতদিন পেঁয়াজ আমদানি হয়নি। সামনে কোরবানি ঈদ। এই দিনে পেঁয়াজের প্রয়োজন বেশি হয়। সরকার অনুমতি দেওয়ায় এখন পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দাম অনেকটাই কমে আসছে।

এদিকে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, প্রায় তিন মাস বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকে। কৃষি মন্ত্রণালয় সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছেন। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত পেঁয়াজ খালাস নিতে পারেন সে ব্যবস্থা বন্দর কর্তৃপক্ষ করছে।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া