রাজধানীর হাজারীবাগ গজমহল এলাকার একটি বাসায় গলায় লিচুর বিচি আটকে অনিক হোসেন (১০) নামের এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে শিশুটির মা পারভিন আক্তার জানান, হাজারীবাগ গজমহল পুরাতন থানার পিছনের একটি বাড়িতে শিশুটির নানির বাসায় থাকেন। অনিক বাকপ্রতিবন্ধী। এছাড়া কিছুটা শারীরিক প্রতিবন্ধীও সে।
পারভিন আক্তার জানান, সকালে বাসার ফ্রিজ পরিষ্কার করছিলেন তিনি। এসময় ফ্রিজ থেকে লিচু বের করে রাখলে সেখান থেকে একটি লিচু নিয়ে মুখে দেয় অনিক। তখন কেউ সেটি খেয়াল করেনি। কিছুক্ষণ পর সে হাউমাউ করতে থাকে এবং গলার দিকে ইশারা দিয়ে কিছু বুঝানোর চেষ্টা করে। এসময় বমি করার ভাব করে সে। বিষয়টি টের পেয়ে তারা তাকে বমি করিয়ে গলা থেকে লিচু বের করার চেষ্টা করে। তবে কিছুক্ষণে মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটি লিচু খাওয়ার সময়ে বিচিসহ গিলে ফেললে গলায় আটকে যায়। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।