, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিখোঁজের ১১ দিন পর মর্গে মিললো মাদরাসা ছাত্রের মরদেহ 

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৪ ০৩:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ০৩:৫৩:৪৮ অপরাহ্ন
নিখোঁজের ১১ দিন পর মর্গে মিললো মাদরাসা ছাত্রের মরদেহ 
অবশেষে নিখোঁজের ১১ দিন পর মর্গে পাওয়া গেলো এক মাদরাসা ছাত্রের মরদেহ। গত শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিঁখোজ সেই যুবকের মরদেহ পাওয়া যায়। নিহত যুবকের নাম আয়াতুল্লাহ (২০)। তার বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামে। গত ৫ আগস্ট নিখোঁজ হন তিনি।

এদিকে আয়াতুল্লাহ তার বড়ভাই সোহাগের সাথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানকার ভান্নারা বাজার এলাকায় মাখলাজুল ইমান নামে একটি মাদরাসায় পড়াশোনার পাশাপাশি একটি টেক্সটাইল মিলেও চাকুরি করতন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের দিন তার বড়ভাই সোহাগ মিয়ার সাথে কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে আনন্দ মিছিল অংশগ্রহণ করেন আয়াতুল্লাহ। মিছিলে গুলিবর্ষণ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে।

আয়াতুল্লাহর বড়ভাই সোহাগ মিয়া জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হওয়ার পর তারা দুইভাই আনন্দ মিছিলে যোগ দেন। মিছিলটি কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে শুরু হয়ে সফিপুর আনসার ভিডিপি একাডেমির কাছে পৌঁছায়। পরে এলোপাতাড়িভাবে সেখানে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে বহু মানুষ আহত হয়। নিখোঁজ হয় আয়াতুল্লাহ। বহু জায়গায় খোঁজাখুঁজির পর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গ থেকে আয়াতুল্লাহ লাশের সন্ধান পাওয়া গেছে।

এদিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মবিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিবার মরদেহ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান