, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নতুন শিক্ষাক্রম বদল নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৪ ০২:৫২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ০২:৫২:৩০ অপরাহ্ন
নতুন শিক্ষাক্রম বদল নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা
এবার নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আমাদের বর্তমান বিভিন্ন পর্যায়ে যে শিক্ষক আছে, তা দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

আজ রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান শিক্ষাক্রম আমাদের দেশের জন্য সবক্ষেত্রে উপযোগী, তাও মনে করছি না। এটা তো বাস্তবায়ন হচ্ছেও না। বিশেষ করে মূল্যায়ন পদ্ধতি।

এদিকে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সুতরাং আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটাতে ফিরে গেলেও, এমনভাবে ফিরে যাব না যে-এটার সঙ্গে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে তারা (শিক্ষার্থীরা) যা পড়ে ফেলেছে, তার সঙ্গে মিল রাখতে হবে। সে জন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস