, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


আজ থেকে সব প্রতিষ্ঠানে ঘুসের কবর রচিত হলো: হুঁশিয়ারি হাসনাতের

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৪ ১০:৩২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ১০:৩২:৪৬ পূর্বাহ্ন
আজ থেকে সব প্রতিষ্ঠানে ঘুসের কবর রচিত হলো: হুঁশিয়ারি হাসনাতের
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাজের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক নির্ভর। আন্দোলনের সূচনা থেকে নানান পর্যায়ের ঘোষণা, দিকনির্দেশনা এসছে ফেসবুকে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘুসের বিরেুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

গতকাল শনিবার রাত ১১টা ৫ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজকের পর থেকে সরকারি বা বেসরকারি সব প্রতিষ্ঠানে ঘুসের কবর রচিত হলো। যে প্রতিষ্ঠান ঘুস চাইবে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এর আগে ঢাকার বিভিন্ন হাসপাতাল গতকাল পরিদর্শন করেন সমন্বয়করা। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠকও করেন তারা।

এদিকে বৈঠক শেষে হাসনাত জানান, ‘সরকারি হাসপাতালে আহতদের সব চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক বহন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে তাদের বিল মওকুফ অথবা ন্যূনতম বিল গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে।’
আজ ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

আজ ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে