, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ , ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


পদত্যাগ না করায় উপাচার্যের বাসভবন ও প্রশাসনিক ভবনে তালা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ০৭:৩৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৪ ০৭:৩৪:৩৪ অপরাহ্ন
পদত্যাগ না করায় উপাচার্যের বাসভবন ও প্রশাসনিক ভবনে তালা
এবার উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ডের সদস্যসহ উপাচার্যের সব অনুসারীদের পদত্যাগ দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও “মার্চ টু প্রশাসনিক ভবন” কর্মসূচি পালন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। বেধে দেয়া সময়ের মধ্যে উপাচার্য  ও তার অনুসারীরা পদত্যাগ না করায় যবিপ্রবির প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবনে তালা দেওয়া হয়েছে।

আজ শনিবার (১৭ আগস্ট) বেলা ১২টায় যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল “মার্চ টু প্রশাসনিক ভবন” শুরু করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করেন আন্দোলনকারীরা। সমাবেশে বক্তারা উপাচার্যসহ, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্যসহ উপাচার্যের সব অনুসারীদের পদত্যাগের জোর দাবি জানান।

এদিকে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ উসামাহ বলেন, আমাদের একটাই দাবি আমরা স্বৈরাচার হাসিনা সরকারের মদদপুষ্ট দালাল ভিসি চাইনা।  তিনি কখনোই শিক্ষার্থীবান্ধব উপাচার্য ছিলেন না। আমরা উপাচার্যসহ সব দালাল সিন্ডিকেটকে বলতে চাই আপনারা স্বসম্মানে পদত্যাগ করুন।

ফিজিওথ্যারাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থী ফরিদ হাসান বলেন, এই ক্যাম্পাসে যে সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা দুর্নীতির মাধ্যমে চাকরি নিয়েছেন তাদেরকেও স্বসম্মানে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের পূর্ণ মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় তাই আমরা এই ক্যাম্পাসে কোন ধরণের রাজনীতি চাই না।

এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে এ নিয়ে ৩য় দিনের মতো বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। এর আগে গত বুধবার বিক্ষোভ সমাবেশ থেকে যবিপ্রবি উপাচার্যকে শনিবারের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন তারা।
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে সেলুনে ট্যাটু করা ও শেভিং রেজর পুনরায় ব্যবহার নিষিদ্ধ

সৌদি আরবে সেলুনে ট্যাটু করা ও শেভিং রেজর পুনরায় ব্যবহার নিষিদ্ধ