এবার ভারতের রাজধানী দিল্লীতে চলছে থার্ড ভয়েজ অব গ্লোবাল সাউথ সামিট। এতে ভার্চুয়ালি যোগ দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দিল্লী থেকে আয়োজিত দক্ষিণের দেশগুলোর এই ভার্চুয়াল কনফারেন্সে স্বাগত ভাষণ রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই অঞ্চলের দেশগুলোর সংঘাত, খাদ্য ও জ্বালানী নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য থার্ড ভয়েজ অব গ্লোবাল সাউথ নাসের এই প্লাটফর্ম। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস সামিটে বক্তব্য রাখবেন।
এর আগে শুক্রবার (১৬ আগস্ট) টেলিফোনে আলাপকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে এই সামিটে অংশ নিতে অনুরোধ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই ভার্চুয়ালি অংশ নেয়ার কথা জানিয়েছিলেন বাংলাদেশের সরকার প্রধান।