, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কক্সবাজার সমুদ্রসৈকতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ০৭:১৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৪ ০৭:১৮:৫২ অপরাহ্ন
কক্সবাজার সমুদ্রসৈকতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ
এবার কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী পয়েন্টে এই ঘটনা ঘটে। 
 
এদিকে নিখোঁজ শিক্ষার্থীর নাম আতহার নূর কাইফ (১৮)। তিনি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে এবং কক্সবাজার ডিসি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। 

এ বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। তিনি বলেন, আজ শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার এক খালাতো ভাই ও এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যায়। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের স্রোতে আতহার নূর কাইফ ভেসে যায়। এ সময় সঙ্গে থাকা দুজনের শোর চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধারে গেলেও সন্ধান পাননি। 

এদিকে কক্সবাজার ডিসি কলেজের শিক্ষক রোশনা আক্তার সোমা বলেন, আতহার নূর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছে সে। এদিকে বিচকর্মীরা জানান, কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করায় আজ সকাল থেকে সৈকতে সতর্কতামূলক লাল পতাকা টাঙানো হয়েছে। তারপরও অনেকেই নির্দেশনা না মেনে সাগরে গোসলে নামছেন। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস