, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দেশের সকল থানার অপারেশনাল কার্যক্রম শুরু

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ০৫:০৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ০৫:০৫:৫৮ অপরাহ্ন
দেশের সকল থানার অপারেশনাল কার্যক্রম শুরু
অবশেষে দেশের সকল থানার অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ হেডকোয়াটার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে দেশে সর্বমোট ৬৩৯টি থানা রয়েছে। এরমধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানা ও জেলার ৫২৯টি থানা রয়েছে। এসব থানার পাশাপাশি রেলওয়ে পুলিশের ২৪টি থানারও অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশের ইউনিফর্ম ও লোগো পবিবর্তন করা হবে বলে জানিয়েছেন সরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। গত সোমবার (১২ আগস্ট) এ বিষয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অনেক থানায় হামলা এবং পুলিশ সদস্য নিহতের ঘটনা ঘটে। ছাত্র-জনতার আন্দোলন ঘিরে এর আগেও এমন ঘটে। সৃষ্ট পরিস্থিতিতে গত ৫ আগস্ট থেকে কার্যত দেশের থানাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর ধীরে ধীরে থানাগুলোতে কার্যক্রম শুরু হয়।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা