, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শেখ হাসিনার ফাঁসি চাই, স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ০৮:২৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ০৮:২৮:২১ অপরাহ্ন
শেখ হাসিনার ফাঁসি চাই, স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ
এবার ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। আজ বুধবার (১৪ আগস্ট) বিকালে সম্প্রীতি সমাবেশ চলাকালে ছাত্র জনতাকে এই স্লোগান দিতে দেখা যায়। সকলে ধর্মের মেলবন্ধন নিয়ে সাম্য এবং মানবিক মর্যাদা পূর্ণ দেশ গড়ার বার্তা নিয়ে বুধবার (১৪ আগস্ট) শাহবাগ মোড়ে সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক সমাবেশ আয়োজন করে একতার বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই সমাবেশে এসে সংহতি প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এই সমাবেশে নিজের বক্তব্যে ছাত্র-জনতার ওপর গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়ে এই স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ সময় তার সঙ্গে সম্মিলিতভাবে  ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’স্লোগান দিতে দেখা যায় উপস্থিত জনতাকে। সেই থেকে মুহুর্মুহু স্লোগান চলতে থাকে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’।

এর আগে দুপুর ২টা থেকে শুরু হওয়া সমাবেশের মঞ্চে একে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া  ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বক্তব্যে তারা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। ইতোমধ্যে ছাত্রসমাজ একাধিক ক্যু রুখে দিয়েছে। আগামীতেও রুখে দেবে। 

এদিকে হিন্দুদের আন্দোলনকে ব্যবহার করে আওয়ামী লীগ চক্রান্তের চেষ্টা করছিল, যা সনাতন ধর্মাবলম্বীরা সচেতনভাবে রুখে দিয়েছে বলে দাবি করে এ দেশে সব ধর্মের সবাই একসাথে বসবাস করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। হিন্দুদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয় সম্প্রীতির বাংলাদেশের মঞ্চ থেকে।
 
সমাবেশের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও একতার বাংলাদেশের মুখপাত্র তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী জানান, একটি নতুন বাংলাদেশে দাঁড়িয়ে সবাইকে একটি বার্তা দিতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, বিশিষ্টজন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে তারা এই সমাবেশের আয়োজন করেছেন।

এদিকে তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী তার বক্তদব্যে বলেন, ২০২৪ সালের রক্তাক্ত জুলাই পার করে আমরা একটি সৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশে পদার্পন করেছি। কিন্তু এই বাংলাদেশকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রে আমাদের সাম্প্রদায়ীক সম্প্রীতিকে ব্যবহার করা হচ্ছে। আমাদের সম্প্রীতি নষ্টের জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করা হচ্ছে। আজকে আমরা এই শাহবাগ থেকে একটি নতুন সম্প্রীতির বার্তা দিতে চাই। এই বার্তা সারাদেশ বাংলাদেশ এবং সারা পৃথিবীকে আমরা দিতে চাই যে, আমরা যেই সম্প্রীতিকে বিশ্বাস করি সেই সম্প্রীতি হবে ধর্ম, জাতি, বর্ণ, নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য।

আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাই, আজকে থেকে আমরা সবাই বাংলাদেশী। আমাদের এই বাংলাদেশে কোনো পাহাড়ি থাকবে না, কোনো সমতলীয় থাকবে না, কোনো হিন্দু থাকবে না, কোনো মুসলমান থাকবে না। কোনো সংখ্যালঘু থাকবে না, কোনো সংখ্যাগুরু থাকবে না। আজকে থেকে আমরা সবাই বাংলাদেশি। আমরা যেখানে যখন আমার অধিকার চাইবো, সেটা বাংলাদেশি হিসেবে চাইবো। আমরা হিন্দু বা মুসলমান হিসেবে কোনো অধিকার চাই না। আমরা প্রত্যেক বাংলাদেশির জন্য সমান অধিকার চাই। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান