, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ড. ইউনূসের কারণে বিদেশি বায়ারদের আস্থা ফিরেছে: বিজিএমইএ

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ০৬:০৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ০৬:০৯:১০ অপরাহ্ন
ড. ইউনূসের কারণে বিদেশি বায়ারদের আস্থা ফিরেছে: বিজিএমইএ
এবার শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় বিদেশি বায়ারদের মধ্যে চমৎকার একটি আস্থার সম্পর্ক তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। 

বুধবার (১৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিএমইএ’র পরিচালক শোভন ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস আসায় আমাদের তৈরি পোশাক শিল্পে একটা পজেটিভ এনভায়ারনমেন্ট তৈরি হয়েছে। বিশেষ করে বিদেশি বায়ারদের মধ্যে চমৎকার একটি আস্থার সম্পর্ক তৈরি হয়েছে। কারণ ড. ইউনূস নিজেই একটা ব্র্যান্ড। এ কারণে গত কিছুদিনের রাজনৈতিক অস্থিরতার পরও চরম একটা আস্থা ফিরে এসেছে।

আমরা চাই এটিকে কাজে লাগিয়ে আমাদের যে রপ্তানি আদেশ আছে, সেটি কীভাবে বাড়াতে পারি সে লক্ষ্যে সচেষ্টা থাকবো। পাশাপাশি ড. ইউনূস সাহেবও আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি তার পরিচিতি ও ইন্টারন্যাশনাল মিডিয়াকে কাজে লাগিয়ে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজকে উন্নত করার ব্যাপারে সচেষ্ট থাকবেন।
সর্বশেষ সংবাদ