, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ১১:১০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ১১:১০:০৭ পূর্বাহ্ন
আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে ও মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এদিকে নাম প্রকাশ না করার শর্তে বিএফআইইউ'র এক কর্মকর্তা বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর সেগুলো জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

ব্যাংকগুলোকে দেয়া এক চিঠিতে বলা হয়, বিএফআইইউ আসাদুজ্জামান খান ও তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন