, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


পুলিশের লোগো-ইউনিফর্ম পরিবর্তনের জন্য কমিটি গঠন

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৪ ০২:১৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৪ ০২:১৯:৪৬ অপরাহ্ন
পুলিশের লোগো-ইউনিফর্ম পরিবর্তনের জন্য কমিটি গঠন
এবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর সবচেয়ে বেশি জনরোষে পড়ে পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনা। এতে ভেঙে পড়ে বাহিনীটির চেইন অব কমান্ড। এর মধ্যেই নানা দাবি পূরণে কর্মবিরতি শুরু করেন পুলিশ সদস্যরা। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পরই পুলিশের দাবির পরিপ্রেক্ষিতে ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যে ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।

গতকাল সোমবার (১২ আগস্ট) এই কমিটি গঠন করা হয়। পুলিশ সদর দপ্তরের হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার এক স্মারক থেকে এ তথ্য জানা যায়। স্মারকে বলা হয়, কমিটির সভাপতি মোহাম্মদ আতাউল কিবরিয়া। তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি-লজিস্টিকস)। সদস্যসচিব মো. নুরুজ্জামান। তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত সুপার (লজিস্টিকস)। ১০ সদস্যের কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে ১১ আগস্ট বিকেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানেই পুলিশের পোশাক ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
 
এদিকে বৈঠকে পুলিশ সদস্যদের কর্মবিরতি প্রত্যাহারেরও সিদ্ধান্ত হয়। আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবুর রহমান জানান, সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলেন তারা, সেসবের অধিকাংশই মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে তাদের।

পুলিশের এই দুই কর্মকর্তা বলেন, বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে। এ সময় পুলিশের দাবিগুলোর অধিকাংশই মেনে নেয়ার কথা হয়েছে। জানানো হয়েছে শিগগিরই পুলিশের পোশাক পরিবর্তন করা হবে। এছাড়া পুলিশ নিয়ে একটি স্বাধীন কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত এসেছে। এদিকে এদিন বৈঠকে পুলিশর ১১ দফা দাবির কয়েকটি অল্প সময়ের পূরণ করার আশ্বাস দেয়া হয়েছে। অন্য দাবিগুলো দীর্ঘ মেয়াদে পূরণ করা হবে।