, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কেউ ষড়যন্ত্র করতে চাইলেও কিচ্ছু করতে পারবে না: জামায়াতের আমির

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ০৭:০৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ০৭:০৭:১৬ অপরাহ্ন
কেউ ষড়যন্ত্র করতে চাইলেও কিচ্ছু করতে পারবে না: জামায়াতের আমির
এবার অন্তবর্তীকালীন সরকারের উপর পূর্ণ আস্থা আছে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলছেন, বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্রের কথা উঠছে। কেউ সে রকম কিছু করতে চাইলেও জনগণের অপ্রতিরোধ্য চাপের মুখে কিচ্ছু করতে পারবে না। 

আজ সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিকে দলকে নিষিদ্ধের বিষয়ে জামায়াতের আমির বলেন, কেউ নিষিদ্ধ করে দিলেই আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। আওয়ামী লীগ সরকার শেষের দিকে অনেক ভুল কাজ করেছে, যেটার মাশুল হয়তো জনগণকে দিতে হবে। আন্দোলনকে ডাইভার্ট করার জন্য হঠাৎ করে নিষিদ্ধ করে দেওয়ার এই মতলব দেশের মানুষ বুঝে।

এটা কেউ গ্রহণ করেনি। গ্রহণ করেনি বলেই এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জামায়াত ইসলামি সহযোগিতা করে যাচ্ছে, এবং রাষ্ট্রও আমাদের সহযোগিতার অনুরোধ জানাচ্ছে। এটাকেই আমরা সবচেয়ে বড় বৈধতা বলে মনে করছি।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর