, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারত যাওয়ার সময় ইমিগ্রেশনে আটকা পড়লেন নিজাম হাজারীর পিএস

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ০৬:২৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ০৬:২৮:৫৪ অপরাহ্ন
ভারত যাওয়ার সময় ইমিগ্রেশনে আটকা পড়লেন নিজাম হাজারীর পিএস
এবার ফেনীর সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. ফরিদ মানিককে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে। আজ সোমবার (১২ আগস্ট) আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ইমিগ্রেশন পুলিশের হেফাজতে ছিলেন।
 
এদিকে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানা যায়, ফেনী সদরের পাঁচগাছিয়া এলাকার মো. ফরিদ মানিক নামে এক ব্যক্তি ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। ইমিগ্রেশন পুলিশ নিশ্চিত হন যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।

এ অবস্থায় তাকে ইমিগ্রেশন কার্যালয়ে বসিয়ে রাখা হয়। তিনি নিজাম হাজারীর ঘনিষ্টজন ও পিএস হিসেবেই পরিচিত। 

এদিকে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খায়রুল ইসলাম জানান, ওই ব্যক্তির নামে কোনো মামলা নেই। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান