, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হাইকোর্টে জামিন পেলেন ডা. সাবরিনা

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৩ ০৬:৫৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৩ ০৭:০৫:৫৮ অপরাহ্ন
হাইকোর্টে জামিন পেলেন ডা. সাবরিনা ফাইল ছবি
করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৫ জুন) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সাবরিনার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। পরে আইনজীবী মাসুদুল হক বলেন, সাবরিনা অন্যান্য মামলায় আগেই জামিন পেয়েছেন। আজকের প্রতারণার মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই। এর আগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে আপিল করেছিলেন ডা. সাবরিনা। 

প্রসঙ্গত, গত ১৯ জুলাই ভুয়া কোভিড সনদ ইস্যুর অভিযোগে দায়ের করা মামলায় ১১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হন ডা. সাবরিনা। একই মামলায় তার স্বামী ও জেকেজির সিইও আরিফুল চৌধুরীসহ আরও ৬ আসামিকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস