, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সনাতন সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে, দেওয়া হবে ক্ষতিপূরণ: ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ০১:৫১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ০১:৫১:৩৭ অপরাহ্ন
সনাতন সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে, দেওয়া হবে ক্ষতিপূরণ: ধর্ম উপদেষ্টা
এবার ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, সনাতন সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

আজ (১২ আগস্ট) সোমবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও জানান, সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার (আগামীকাল) বৈঠকে বসবেন তিনি।

এ সময় আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, জেলা প্রশাসকদের তালিকা তৈরি করে দিতে চিঠি দেওয়া হয়েছে। যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত। তাদের শাস্তি দেওয়া হবে।

তিনি বলেন, পুলিশ কাজে যোগ দিয়েছে আশা করছি এমন আর হবে না। ইমামদের বলা হয়েছে এই বিষয়ে ওয়াজ করতে। হট লাইন খোলা হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্মের মানুষ মিলে সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করা হবে।
তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা