অবশেষে ভারত থেকে আমদানির অনুমতির পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসা শুরু হয়েছে। আজ সোমবার দুপুরের পর থেকে পেঁয়াজ আসা শুরু হয় বলে নিশ্চিত করেছেন সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম।
মাইনুল ইসলাম জানান, সোমবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুই ট্রাক পেঁয়াজ এসেছে। তবে তিনি শুনেছেন ওপারে ভারতের মহদিপুর বন্দরে বেশ কিছু পেঁয়াজের ট্রাক অপেক্ষা করছে বাংলাদেশে প্রবেশের জন্য। সন্ধ্যা ৬টা পর্যন্ত যতগুলো সম্ভব পেঁয়াজের ট্রাক বাংলাদেশে আসবে।
পেয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে আজ থেকে পেয়াজ আমদানি অনুমতি দেওয়ার কথা জানায় কৃষি মন্ত্রণালয়। ব্যবসায়ী বলছেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দেশের পেঁয়াজের বাজারে অস্থিরতা কমে আসবে।
স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, সর্বশেষ এলসির তথ্য অনুযায়ী ভারত থেকে আমদানি পেয়াজের মূল্য টনপ্রতি ১২১ ডলার। পেঁয়াজে ৫ শতাংশ আমদানি শুল্ক ও ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে। সব মিলিয়ে আমদানি পেঁয়াজের কেজিপ্রতি দাম পড়বে ২০ টাকার মতো।
এদিকে, ভারত থেকে আমদানির অনুমতি দেয়ার খবরে দেশের পাইকারি বাজারে দ্রুত কমছে পেঁয়াজের দাম। রাজধানীর শ্যামবাজার ও কারওয়ানবাজার এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে, দেশি পেঁয়াজের দর কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত কমেছে।