, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বরিশাল বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১০:৫৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ১০:৫৩:০২ পূর্বাহ্ন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ
 
এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে সোমবার (১২ আগস্ট) থেকে শুরু হচ্ছে ক্লাস। রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
 
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো মনিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশ ও নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত জারি করা হয়।

আদেশে জানানো হয়, রোববার  বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সাধারণ শিক্ষার্থীদের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের জন্য সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো প্রকার রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন বা কোনো প্রকার অঙ্গ বা ছায়া সংগঠন, লেজুড়বৃত্তিক প্যানেল, পরিষদ বা কমিটির সঙ্গে জড়িত থাকতে পারবে না।

অর্থাৎ সকল প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। রোববার থেকেই এই আদেশ কার্যকর করা হয়েছে। 
 
একইসঙ্গে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম পূর্বের ন্যায় যথারীতি চলবে বলেও পৃথক নোটিশের মাধ্যমে জানানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা