, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নায়ক ফারুকের আসনে মনোনয়ন ফরম কিনলেন হিরো আলম

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৩ ০৫:৪০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৩ ০৫:৪০:৫১ অপরাহ্ন
নায়ক ফারুকের আসনে মনোনয়ন ফরম কিনলেন হিরো আলম
এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আসনটির সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ওরফে নায়ক ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

আজ সোমবার ৫ জুন বিকেলে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশনে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন তিনি।

তিনি জানিয়েছেন, নায়ক ফারুকের মৃত্যুতে তার অনেক উন্নয়ন কাজ অসমাপ্ত থেকে গেছে। তিনি সেসব কাজ সমাপ্ত করতে চান। আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
 
এর আগে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বগুড়া-৪ আসনে একতারা প্রতীকে ৮৩৪ ভোট কম পেয়ে আওয়ামী লীগ সমর্থিত জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিমের কাছে হারেন তিনি।

আর বগুড়া-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসানের কাছে হারের পাশাপাাশি জামানত হারান হিরো আলম।
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী