, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


নৌবাহিনীর হেফাজতে নোয়াখালীর সাবেক এমপি মোহাম্মদ আলী

  • আপলোড সময় : ১১-০৮-২০২৪ ১১:০৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৪ ১১:০৭:৩৭ পূর্বাহ্ন
নৌবাহিনীর হেফাজতে নোয়াখালীর সাবেক এমপি মোহাম্মদ আলী
এবার নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। এ সময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস এবং তাদের বড় ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিকে নিয়ে যায় নৌবাহিনীর সদস্যরা।

গতকাল শনিবার (১০ আগস্ট) রাতে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে তাদের তুলে নেয়া হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিভিন্ন অনুষ্ঠানে মোহাম্মদ আলীর নানা অনিয়মের কথা তুলে ধরেন। মো. আলীর কাছে হাতিয়ার প্রায় সাত লাখ মানুষ জিম্মি হয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি। 

এছাড়া ৯ আগস্ট স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ আলীর গ্রেপ্তারের দাবিতে মিছিল করেন। 

জানা গেছে, ১৯৮৬ সালে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নোয়াখালী-৬ হাতিয়া থেকে সংসদে যান মোহাম্মদ আলী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী ১ লাখ ৯৩ হাজার ৭১৫টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে তার স্ত্রী আয়েশা ফেরদাউস নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা