, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বেবি আই লাভ ইউ, যাই হোক না কেন আনন্দে থেকো: পরীমনিকে রাজ

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৩ ০৪:২৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৩ ০৪:২৪:৫৯ অপরাহ্ন
বেবি আই লাভ ইউ, যাই হোক না কেন আনন্দে থেকো: পরীমনিকে রাজ
দেশের আলোচিত অভিনেত্রী পরীমনির সঙ্গে দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্যে চিত্রনায়ক শরীফুল রাজ বলছেন, আপাতত তাঁরা সেপারেশনে আছেন। গতকাল রবিবার প্রথম আলো কার্যালয়ে ‘মেরিল ক্যাফে লাইভ’ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন রাজ।
 
এদিকে রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর রাজের সঙ্গে পরীমনির মতপার্থক্য প্রকাশ্যে আসে।

তবে পরীমনি দাবি করেন, দিন পনেরো আগে বাসা থেকে বেরিয়ে গেছেন রাজ। তাহলে আপনাদের বিচ্ছেদ ঘটছে—এমন প্রশ্নের পরীমনি বলেন, 'আমি চাই, সে আমাকে তালাক দিয়ে দিক। আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না।’

এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে তাঁদের বিচ্ছেদের খবর এলেও রাজ বলছেন, তাঁরা আপাতত সেপারেশনে আছেন। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন কি না—এমন প্রশ্নের জবাবে রাজ জানান, সেটার আর কোনো সুযোগ নেই। এখন নিজেকে সময় দেবেন বলে জানান রাজ।
 
এদিকে পরীমনির উদ্দেশ্যে রাজ বলেন, ‘বেবি, আই লাভ ইউ। যা-ই হোক না কেন, আনন্দে থেকো। আমরা আমাদের সন্তানকে ভালো রাখব।’
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন