, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ , ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়নি, প্রশিক্ষণ কর্মশালা স্থগিত: এনসিটিবি

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০৪:৪৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০৪:৪৩:৩৪ অপরাহ্ন
নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়নি, প্রশিক্ষণ কর্মশালা স্থগিত: এনসিটিবি
নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়নি বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শনিবার এনসিটিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  এনসিটিবি বলেছে, নতুন শিক্ষাক্রম বাতিল নয়, প্রশিক্ষণ কর্মশালা স্থগিত করা হয়েছে। 

এ ব্যাপারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, নতুন শিক্ষাক্রম বাতিলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, কারিকুলাম বাতিল কিংবা এ সংক্রান্ত সিদ্ধান্ত রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আর এটা আমরা একা বাতিল করতেও পারি না। সে সুযোগ নেই।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত তথ্যের ব্যাপারে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি গুজব, বিভ্রান্তিকর তথ্য। বগুড়ায় কারিকুলাম সংক্রান্ত চারদিনের একটি কর্মশালা ছিল। সেই কর্মশালা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর বেশি কিছু নয়।
সর্বশেষ সংবাদ
গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা