, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


পদত্যাগ করেছেন ঢাবির ভিসি

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০৩:৩২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০৩:৩২:১৩ অপরাহ্ন
পদত্যাগ করেছেন ঢাবির ভিসি
এবার পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। আজ শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি। একটি সূত্র জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন।
 
এর আগে গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। দায়িত্ব পাওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেন এবং কিছু কিছু উদ্যোগ বাস্তবায়নও করেন।

এদিকে সরকার চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু হলে তাতে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ আন্দোলন দমাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চামলা করে ছাত্রলীগ। কিন্তু এ নিয়ে মাকসুদ কামাল কোনো কথাই বলেননি। 

কোটা সংস্কার আন্দোলনে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানোয় শুরু থেকেই শিক্ষার্থীরা তার ওপর ক্ষোভ প্রকাশ করেন।