এবার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বর্তমান মৌসুম একেবারেই ভালো যায় নি। লা লিগা শিরোপা হারানোর পর চ্যাম্পিয়ন্স লীগেও ফাইনালে উঠতে পারেনি কার্লো আনচেলত্তির দল। ক্লাবটি যখন শিরোপাহীন ঠিক তখনই আরেক দুঃসংবাদ পেল মাদ্রিদ ভক্তরা। রিয়াল মাদ্রিদ ছাড়লেন ফরাসি তারকা করিম বেনজেমা।
দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের ইতি টানলেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। গতকাল সান্তিয়াগো বার্নাব্যুর সঙ্গে বিচ্ছেদের খবর নিশ্চিত হওয়ার পর আজই নতুন ক্লাবের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন বেনজেমা। সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত মোটা অঙ্কের বেতনে চুক্তিবদ্ধ হয়েছেন ফরাসি তারকা।
রিয়াল মাদ্রিদ সমর্থকদের বিদায় বার্তা জানিয়ে সৌদি আরবের বিমান ধরবেন করিম। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সম্প্রতি ফুটবলে উন্নতির দিকে বেশ নজর দিয়েছে। দেশটির অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট সৌদি প্রো লিগে তারকা ফুটবলারদের জড়ো করতে একের পর এক বিশাল অঙ্কের প্রস্তাব দিচ্ছে।
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসেরে যোগ দেয়ার পর এবার লিওনেল মেসি, সার্জিও রামোস , সার্জিও বুসকেটস সহ আরও অনেক বড় তারকা ফুটবলার সৌদির বিশাল অঙ্কের অর্থ প্রস্তাবে সে দেশে পাড়ি জমাচ্ছেন বলেও জোর গুঞ্জণ আছে। আর তাতে নতুন সংযোজন ফ্রেঞ্চ তারকা ফুটবলার করিম বেনজেমা।
এদিকে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে তারকাদের মধ্য ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এবার বেনজেমা পাড়ি জমালেন সৌদি আরবে। দুই সাবেক রিয়াল তারকা এবার একে অপরের মুখোমুখি হবে। আল নাসের ও আল ইত্তিহাদের হয়ে দুই ফরোয়ার্ডকে মাঠ মাতাতে দেখবেন ফুটবলপ্রেমীরা।