, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


পাপন মুক্ত ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ 

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০৭:০৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০৭:০৮:২৫ অপরাহ্ন
পাপন মুক্ত ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ 
কয়েক মাস আগেই বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের কাঁধে। তবে সেই দায়িত্ব ৭ মাসের ব্যবধানে হারাতে হলো তাকে। যেখানে এবার দেখা যাবে বৈষম্য বিরোধি আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে। তার অধীনেই পরিচালিত হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। এবার বিসিবি সভাপতি পাপন ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে কাজ করতে হবে আসিফের নেতৃত্বাধীন বোর্ডে।

এদিকে পুরনো মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে  মন্ত্রিসভা গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। যেখানে যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই বেশ সোচ্চার ছিলেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকার পাশাপাশি  আন্দোলনকারীদের দিকনির্দেশনাও দিয়েছেন তিনি। তিনি ও তাদের কয়েকজনের আহ্বানে সাড়া দিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় ছাত্র-জনতা। এবার তাদের প্রতিনিধি হয়েই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ। আর এবার দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের।

তবে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব হাত ছাড়া হলেও এখন পর্যন্ত বিসিবি সভাপতির পদে ঠিকই খাতা কলমে বহাল আছেন পাপন। তবে আওয়ামী সরকারের পতনের পর এখন পর্যন্ত তিনি দেশে আছেন কি না তাও এখন পর্যন্ত জানা যায়নি। যদিও, ২০২৫ এর আগ পর্যন্ত বিসিভির সভাপতি হিসেবে মেয়াদ আছে তার।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা