, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ক্রীড়াঙ্গনে সংস্কারের প্রত্যাশা আসিফের কাছে

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০৫:১৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০৫:১৩:১৫ অপরাহ্ন
ক্রীড়াঙ্গনে সংস্কারের প্রত্যাশা আসিফের কাছে
অবশেষে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ হয়েছে। আজ দুপুরে হয়েছে দপ্তর বণ্টন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বৈষম্যবিরোধী আন্দোলনে দেশে সরকার ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। সেই আন্দোলনকারী আসিফ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ক্রীড়াঙ্গনের অনেকের প্রত্যাশা ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় সংস্কারের। 

এদিকে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা সব সময় বলিষ্ঠ কন্ঠস্বর। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের কাছে তার চাওয়া স্পষ্ট, ‘তাদের আন্দোলনে দেশে বিশাল একটি পরিবর্তন এসেছে। যুব সমাজই পারে সুন্দর বাংলাদেশ গড়তে৷ সুন্দর বাংলাদেশ বিনির্মানে ক্রীড়াঙ্গন বড় ভূমিকা রাখতে পারে। এজন্য ক্রীড়াঙ্গনে উন্নয়নে প্রয়োজন সংস্কার।’

ক্রীড়াঙ্গনে কোনো ধরনের সংস্কার প্রয়োজন সেটাও সাবেক ক্রীড়াবিদ ও সংগঠক স্পষ্ট করেছেন। তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গন ক্রীড়াবিদদের জায়গা। সেখানে রাজনীতি অঙ্গনের মানুষ নিয়ন্ত্রণ করছে। রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গনই আমাদের প্রত্যাশা। আসিফ দেশের বড় সংস্কার আন্দোলন করেছে তার কাছে আশা ক্রীড়াঙ্গনের রাজনৈতিক সংস্কার।’
 
এদিকে বাংলাদেশের ক্রীড়া কাঠামোতে ফেডারেশনের মাধ্যমে খেলাধূলা পরিচালিত হয়। বেশ কয়েকটি ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদক রাজনৈতিক বিবেচনায় ও প্রভাবে এসেছেন। আবার অনেক ফেডারেশনের খেলাধুলায় উন্নতি ও পরিবর্তন না হলেও সাধারণ সম্পাদকের চেয়ারে একই ব্যক্তি রয়েছেন যুগের পর যুগ। কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম সেই দিকেও আলোকপাত করেছেন, ‘অনেকেই নিজেদের চেয়ার আকড়ে ধরে আছেন। খেলা পিছিয়ে গেলেও তারা বহাল তবিয়তে আছেন। এগুলো সংস্কারের আওতায় আসা উচিত।’

ক্রীড়াঙ্গন ক্রীড়াবিদদের জায়গা। সেখানে রাজনীতি অঙ্গনের মানুষ নিয়ন্ত্রণ করছে। রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গনই আমাদের প্রত্যাশা। আসিফ দেশের বড় সংস্কার আন্দোলন করেছে তার কাছে আশা ক্রীড়াঙ্গনের রাজনৈতিক সংস্কার।’ ক্রীড়াঙ্গনের সাফল্য-ব্যর্থতার প্রকৃত মূল্যায়ন নেই। তাই জবাবদিহিতাও প্রত্যাশা শেখ আসলামের, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। সেই ফুটবলে নেই সাফল্য আবার নানা ঘটনায় বিতর্কিত। অথচ তাদের প্রকৃত কোনো জবাবদিহিতা নেই। জবাবদিহিতা ছাড়া স্বচ্ছতা ও নিরপেক্ষতা আসবে না।’

এদিকে ডানা ও আসলাম দুই কিংবদন্তি ক্রীড়াবিদই আসিফের ওপর আশাবাদী। তারা বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী। আসিফ এত বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ফলে সে ক্রীড়াঙ্গনেও প্রয়োজনীয় সংস্কার করতে পারবে।’ সংস্কার বা পরিবর্তনের জন্য তারা মতবিনিময় সভার আহ্বান জানিয়েছেন, ‘ক্রীড়াঙ্গনের সকল শ্রেণীর বিশিষ্ট কয়েকজনের সঙ্গে সে বসতে পারে। মত বিনিময় সভার মত কিছু হলে অবশ্যই সুচিন্তিত মতামত পেশ করব।’

বর্তমান প্রজন্মের ক্রীড়াবিদ সদ্য সাবেক সাঁতারু মাহফুজা খাতুন শিলা। গৌহাটি এসএ গেমসে দুই স্বর্ণজয়ী এই সাঁতারুও ভালো কিছু প্রত্যাশা করছেন, ‘ক্রীড়াঙ্গনে উন্নয়ন সময়সাপেক্ষ বিষয়। আশা করব তিনি নীতিমালা - কাঠামো সংক্রান্ত বিষয়ে সুন্দর নির্দেশনা দিতে পারবেন। যুবক সমাজ ক্রীড়াঙ্গন অনুরাগী। আশা করছি তিনিও ক্রীড়ামোদী। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান