, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কর্মীদের নিয়ে থানার ধ্বংসস্তূপ পরিষ্কার করলেন বিএনপি নেতা

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ১২:০১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ১২:০১:০১ অপরাহ্ন
কর্মীদের নিয়ে থানার ধ্বংসস্তূপ পরিষ্কার করলেন বিএনপি নেতা
এবার গাজীপুরের শ্রীপুরে নেতাকর্মীদের নিয়ে মাওনা হাইওয়ে থানার ধ্বংসস্তূপ পরিষ্কার করেছেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত শনিবার কিছু দুর্বৃত্ত থানায় হামলা করে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে দলীয় লোকজন নিয়ে থানা পরিষ্কার অভিযান শুরু করেন বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারী। তিনি বলেন, আমাদের দল ভাঙচুর-সহিংসতায় সমর্থন করে না। সহিংসতার পর যেন দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী দেশের নিয়ন্ত্রণে নিতে পারেন সে অনুযায়ী ব্যবস্থা নিতে প্রাথমিক পর্যায়ে থানায় পরিষ্কার অভিযান পরিচালনা করেছি।

এ সময় তিনি আরও বলেন, এ দেশ আমাদের সবাই মিলে এ দেশের কল্যাণে কাজ করব। সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা হাইওয়ে থানায় হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। সংঘর্ষের একপর্যায়ে থানার সীমানা প্রাচীরের ভেতরে পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ ঘটনার পর থেকেই হাইওয়ে থানার কার্যক্রম বন্ধ রয়েছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস