, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


আমার ওপর আস্থা রাখলে দেশের কোথাও হামলা হবে না: ড. মুহাম্মদ ইউনূস

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ০৩:২২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ০৩:২২:০৮ অপরাহ্ন
আমার ওপর আস্থা রাখলে দেশের কোথাও হামলা হবে না: ড. মুহাম্মদ ইউনূস
আমার ওপর আস্থা রাখুন, দেশের কোথাও কারও ওপর হামলা হবে না বলে জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়কেরা) দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম করেছে।’

এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আজকে আমার আবু সাঈদের (রংপুরে গুলিতে নিহত বেগম রোকোয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁধে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে।’

তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, ‘তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে।’ দেশের কোথাও হামলা না করার আহ্বান জানিয়ে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, যদি আমাকে বিশ্বাস করেন তাহলে সারাদেশে চলমান হামলা বন্ধ না করেন। তা না করলে আমার এখানে প্রয়োজন নেই।

এ সময় ড. ইউনূসের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেখা যায়। এর আগে তারা ড. ইউনূসকে ফুল দিয়ে স্বাগত জানান।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা