, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সরকার মানে দমন-পীড়নের যন্ত্র নয়: ড. ইউনূস

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ০৩:১৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ০৩:১৫:৪৩ অপরাহ্ন
সরকার মানে দমন-পীড়নের যন্ত্র নয়: ড. ইউনূস
এবার শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সরকার মানে দমন-পীড়নের যন্ত্র নয়। মানুষ মনে করে, সরকার মানে হলো ভয়ের কিছু।’ আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমার ওপর ভরসা রাখুন, দেশের কোথাও কারও ওপর হামলা হবে না।’ আন্দোলনে সফলতার জন্য তরুণদের প্রতি সব প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তরুণরা দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে। নতুন বাংলাদেশ নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে চাই।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল, তা যেন পূর্ণতা পায়।’

এর আগে ফ্রান্স থেকে দুবাই হয়ে দেশে ফেরেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আজ রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস