, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


শিক্ষার্থীদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের দৃশ্যে অভিভূত মিজানুর রহমান আজহারী

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ০১:২১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ০১:২১:১০ অপরাহ্ন
শিক্ষার্থীদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের দৃশ্যে অভিভূত মিজানুর রহমান আজহারী
এবার ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা পালাবার পর থেকে প্রায় তিন দিন ধরে অভিভাকহীন রয়েছে পুরো দেশ। এ সময় দেশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। 

এদিকে মহল্লা ভিক্তিক কমিটি গঠনের মাধ্যমে তারা তিন দিন ধরে এ কাজ করে চলেছেন। তাদের সুশৃঙ্খল এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জনপ্রিয় আলেম মাওলানা মিজানুর রহমান আজহারী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি এই দৃশ্য দেখে অভিভুত বলেও মতামত ব্যক্ত করেছেন।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি বলেন— `শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে ট্রাফিক পুলিশের কাজ করার দৃশ্য দেখে আমি অভিভূত। ওরা পারবে ইনশাআল্লাহ'। `Gen-Z was born to make history MashaAllah!'

এদিকে মাওলানা মিজানুর রহমান আজহারী শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলন ও তাদের দাবির পক্ষে সরব ছিলেন। শিক্ষার্থীদের দাবি জোরালো হওয়ার পর তাদের ওপর হামলা শুরু হলে তিনি এর নিন্দা জানিয়েছিলেন এবং বলেছিলেন আমি তারুণ্যের পক্ষে। শেখ হাসিনা সরকারের পতনের দিন আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। তবে পতন পরবর্তী গণভবন ও সংসদ ভবনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তিনি তার নিন্দা জানিয়েছিলেন।
আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক