এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালায়নের পর দেশে শুরু হয় সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর। দেশের বিভিন্ন থানার অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা। স্বৈরাচার হটানোয় দেশব্যাপী বিজয় উল্লাসের মাঝে পুরো বাংলাদেশ সাক্ষি হয় আরেক ভয়াবহ অভিজ্ঞতার।
রাজধানীর মিরপুর মডেল থানায় গিয়ে দেখা যায়, যে দোতলা ভবনটি থেকে শহরের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা হতো তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো থানা আগুনে পুড়ে গেছে। ছাই হয়ে গিয়েছে বিভিন্ন আসবাবপত্র ও থানার সামনে থাকা কয়েকটি গাড়ি। কোনো কিছু আর অবশিষ্ট নেই। অস্ত্র ফেলে জীবন নিয়ে পালাতে বাধ্য হন পুলিশ সদস্যরা।
এই ঘটনার পরদিন মঙ্গলবার (৬ আগস্ট) থানার সামনে অবস্থান নিয়ে থানা পাহারা এবং পোড়া কয়লা ও ময়লা পরিষ্কার করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুধু তাই নয়, সোর্স লাগিয়ে পাড়া মহল্লা থেকে থানার লুট করা অস্ত্র উদ্ধার করছেন তারা। পরে সেগুলো সেনাবাহিনীর হাতে তুলে দেন শিক্ষার্থীরা।
তাদের এই কাজে সহযোগিতা করছেন স্থানীয় মানুষেরা। তারা বলেন, নতুন যে সরকার আসবেন-তারা যেনো দ্রুত লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারের ব্যবস্থা নেন। অন্যথায় দেশ বিপন্ন হবে। শিক্ষার্থীরা বলছেন, বিজয় পরবর্তীকালে দেশের যা ক্ষতি হয়েছে তা অনেক। এখন দ্রুতই সংস্কার হোক দেশের অবকাঠামো।