এবার যুক্তরাজ্যের একটি মাইনর লিগে ডাবল সেঞ্চুরি করেছেন সাব্বির রহমান। সুপার নোভা ও অ্যাভেলি ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে ১০১ বলে ১৭ বাউন্ডারি ও ১২ ছক্কায় ২০০* রানের ইনিংস খেলেন মিডল অর্ডার এই ব্যাটার। ১৪৩ রানের ব্যবধানে ম্যাচটি জিতেছে সাব্বিরের দল।
এদিকে আগে ব্যাট করতে নেমে সাব্বিরের ডাবল সেঞ্চুরিতে ৩৪৮ রানের সংগ্রহ পায় অ্যাভেলি। ম্যাচের শুরুতেই ওপেনার মোহাম্মাদ টিপু ০ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর তিনে নেমে ১৫ বলে ১৯ রান করেন আশিকুর জিয়াদ। এরপর ক্রিজে আসেন সাব্বির।
ক্রিজে এসেই একের পর এক বাউন্ডারি মারতে থাকেন সাব্বির। দ্রুত শতক তুলে নেওয়ার পর; মাত্র ১০১ বলে ডাবল সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার। যুক্তরাজ্যের ক্লাবটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা ব্যাটার সাব্বির।
এর জবাবে ব্যাট করতে নেমে ২০৫ রানে অলআউট হয়ে গেছে সুপার নোভা। দলটির হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার ব্যাটার মোজাম্মল সালমান। অ্যাভেলির হয়ে ৪টি উইকেট নেন টিপু, ২টি করে উইকেট নেন সাব্বির ও বিশ্বজিত সরকার। একটি উইকেট শিকার করেন কামরুল হাসান।