, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


পঞ্চগড়ে রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন মুসলিম যুবকরা

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৪ ০৬:৪৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৪ ০৬:৪৩:৪৮ অপরাহ্ন
পঞ্চগড়ে রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন মুসলিম যুবকরা
এবার জনরোষের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই সুযোগে অনেকেই হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার পাঁয়তারা করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এ সময় প্রতিবেশী হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন পঞ্চগড়ের শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষ।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় মন্দির রক্ষা করতে নির্ঘুম রাত জেগে পাহারায় ছিলেন পঞ্চগড়ের আটোয়ারীর রানিগঞ্জের আবুল কালাম আজাদ টিপু ও কালাম নামের দুই যুবক। তারা সরকার পতনের দিন থেকেই রানীগঞ্জের রাণী রাস মনি মন্দির রাত জেগে পাহাড়া দিচ্ছেন।

এদিকে মন্দির পাহারারত আবুল কালাম আজাদ টিপু সুলতান বলেন, আমরা হিন্দু-মুসলিম ভাই। আমরা সম্প্রীতির বন্ধনে থাকছি যুগযুগ। তাই আমাদের মুসলিমের কাছে হিন্দু সম্প্রদায় ও উপাসনালয় নিরাপদ। কেউ যেন তাদের উপাসনালয় ভাঙতে না পারে সেজন্য নিরাপদ রাখতে রাত জেগে পাহারা দিচ্ছি।
 
স্থানীয় মাসুদ রানা বলেন, এই উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। এ যেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার (‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান/মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ’) চিত্র ফুটে উঠেছে। আমরা এভাবেই একসঙ্গে সব সময় সম্প্রীতির বন্ধনে থাকতে চাই।

এদিকে আটোয়ারীর রানীগঞ্জের রাণী রাসমনী মন্দিরের পুরোহিত কল্যান রায় বলেন, আমরা মুসলিম ভাইদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের নিরাপত্তা দিতে গত সোমবার (৫ আগস্ট) থেকে রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। কোনো ধর্মীয় সংঘাত চাই না। একই কথা বলেন মন্দিরের সদস্য বিপ্লব চক্রবর্তী।