, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


প্যারিস থেকে রওনা দিয়েছেন ড. ইউনূস, শপথ নেবেন কাল

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৪ ০৪:৫২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৪ ০৪:৫২:০৭ অপরাহ্ন
প্যারিস থেকে রওনা দিয়েছেন ড. ইউনূস, শপথ নেবেন কাল
অবশেষে প্যারিস থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। কাল দেশে ফিরলেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে তার। 

এদিকে ঢাকায় ইউনূস সেন্টার এক প্রেস রিলিজে জানিয়ছে, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটস ফ্লাইট (EK-582) যোগে ঢাকা সময় (GMT+6) দুপুর ২:১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছাবেন।⁣⁣'

এর আগে মঙ্গলবার (৭ আগস্ট) রাতে বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বাকি উপদেষ্টাদের জন্য একটি দশ থেকে পনের জনের নামের তালিকাও প্রস্তাব করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

তবে এই তালিকা চূড়ান্ত নয় বলে , তালিকার নাম প্রকাশ করা হয়নি। এর মধ্যে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাহিদ ইসলাম।

আগামী ২৪ ঘন্টার মধ্যে নতুন এই অন্তবর্তীকালীন সরকার গঠনের আশাবাদের কথাও জানান তিনি। বৈঠক শেষে গতকাল রাত সাড়ে এগারটার দিকে বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। 
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা