এবার মোহাম্মদপুরের বসিলা ব্রিজে ছাত্রলীগের দেওয়া বালু সরিয়ে ব্রিজ পরিষ্কার করেছেন মাদরাসা শিক্ষার্থীরা। (৬ আগস্ট) মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বেচ্ছাসেবার মাধ্যমে তারা বালু সরানোর কাজ করেন। আদ-দাওয়াহ ফাউন্ডেশনের উদ্যোগে মারকাযুল লুগা মাদরাসার ছাত্ররা সেচ্ছাসেবী হিসেবে বালু সরানোর কাজে অংশগ্রহণ করেন।
জানা গেছে, রোববার রাতে বসিলা ব্রিজের ওয়াশপুরের দিকটা বালু দিয়ে আটকে দেয় ছাত্রলীগ। এতে পথচারী, রিক্সা, অ্যাম্বুলেন্স চলাচলে বিঘ্নতা ঘটে। পথচারীদের কষ্ট লাঘবে উদ্যোগ নেয় আদ-দাওয়াহ ফাউন্ডেশন।
শেখ হাসিনা সরকারে পতনের পর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থান, রাস্তাঘাট পরিস্কারে নেমেছেন মাদরাসা, স্কুল-কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীরা। তাদের এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
পরিচ্ছন্নতার পাশাপাশি বিভিন্ন রাস্তা ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। রাজধানীর বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলা মোটর, শাহবাগ, যাত্রাবাড়ী, উত্তরায় স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।