, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


মুক্তি পেলেন ‘আওয়াজ উডা’ গানের শিল্পী র‌্যাপার হান্নান

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ০৭:২৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ০৭:২৫:১৩ অপরাহ্ন
মুক্তি পেলেন ‘আওয়াজ উডা’ গানের শিল্পী র‌্যাপার হান্নান

এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি প্রকাশ করেছিলেন তরুণ র‌্যাপার হান্নান হোসাইন শিমুল। গানটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু এই গানটিই কাল হয়ে দাঁড়িয়েছিল গায়কের জন্য। গানের প্রতিবাদী কথার জন্য গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় র‌্যাপার হান্নানকে।

তবে সুখবর হচ্ছে, সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরদিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন এই তরুণ র‌্যাপার। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে মুক্তি পেয়েছেন তিনি। গত ১৮ জুলাই ‘আওয়াজ উঠা’ গানটি প্রকাশ করা হয়। গানটি প্রকাশের পর ইতোমধ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে।


ওই সময় গানটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে র‌্যাপার হান্নান ক্যাপশনে লিখেছিলেন, কোনো সংস্থার বিরোধিতা করছি না। তবে এর পরিবর্তে আমরা আমাদের সবসময়ীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই। আমাদের এই দেশকে প্রভাবিত করে এমন কোনো সমস্যার ওপর আলোকপাত করতে চাই।

এদিকে ওই সময় এ গায়ককে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর সবাই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন। গত ৩১ জুলাই দুপুর সোয়া ৩টায় ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে প্রতিবাদ জানান পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। র‌্যাপার হান্নানের ‘আওয়াজ উডা’ গানের কয়েকটি লাইন তুলে ফারুকী লিখেছিলেন, ‘আওয়াজ ওডা, বাংলাদেশ / গণহত্যার বিচার চাই! আওয়াজ ওডা, বাংলাদেশ / পরিবর্তন চাই! আওয়াজ ওডা, ওডা বাংলাদেশ।’ এরপরই তিনি আরও লিখেছেন, ‘আওয়াজ উডা গাওয়ার জন্য গায়ককে গ্রেপ্তার করেছে তারা? ঠিক আছে, এখানে আমরা সবাই গাইছি আওয়াজ উডা।’
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা